শিরোনাম
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

৯-১১ সেপ্টেম্বর কাস্টমস ব্যাংক খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে ঈদুল আজহার আগে ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন দেশের সব কাস্টমস হাউস, বন্ড কমিশনারেটসমূহ এবং বাণিজ্যিক ব্যাংকের শিল্প এলাকা ও বৈদেশিক বাণিজ্য শাখাগুলো খোলা থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংক। এনবিআর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, মংলা, পানগাঁও, বেনাপোল, আইসিডি কমলাপুর কাস্টমস হাউসগুলো এবং ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট খোলা থাকবে। গতকাল এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন সব কাস্টমস কমিশনারকে নিজ নিজ দফতরের ন্যূনতম সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করতে হবে। কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের অবহিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতেও নির্দেশনা দিয়েছে এনবিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর