মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা সিটিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের একপর্যায়ে ২১ আগস্ট বসুন্ধরা সিটির ছয় তলায় আগুনে পুড়ে যাওয়া ১০৬টি দোকান মালিককে বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দেওয়া হয়। আগামী বুধবার থেকে এ অনুদান ক্ষতিগ্রস্ত মালিকদের দেওয়া হবে। গতকাল বসুন্ধরা সিটি শপিং মলে দোকান মালিক সমিতি প্রতি বছরের মতো এবারও মিলাদ ও দোয়ার আয়োজন করে। মিলাদ ও দোয়া মাহফিলের আগে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা ও বসুন্ধরা সিটির ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন, বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শেখ আবদুল আলীম, সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ, সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা প্রমুখ। বসুন্ধরা সিটির ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সবাই মিলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য দোকান মালিকদের আরও সতর্ক থাকতে হবে। কীভাবে আগুন লাগল সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর