Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

ঢাকা, শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
প্রকাশ : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৭
রংপুর মেডিকেলে ভর্তি পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল
নিজস্ব প্রতিবেদক, রংপুর

চার দিন আগে বাতিল করা রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল করেছে সরকার। গতকাল বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি সভায় কেন্দ্র পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয় বলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অনিমেষ মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন।

জানা গেছে, প্রতি বছর সারা দেশে একযোগে ২৩টি কেন্দ্রে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। এর একটি ছিল রংপুর মেডিকেল কলেজ কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে গত ৩১ আগস্ট আকস্মিভাবে বাতিল করে স্বাস্থ্য অধিদফতর। ওই দিনই কলেজ কর্তৃপক্ষ কেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর ফ্যাক্সযোগে আবেদন পাঠায়। এদিকে কেন্দ্র পুনর্বহালের দাবিতে বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়। বিক্ষুব্ধ হয়ে ওঠে রংপুর অঞ্চলের মানুষ। মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়।

এই পাতার আরো খবর
up-arrow