বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পশুর হাটের নিরাপত্তা নিয়ে মেট্রোপলিটন পুলিশের সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সুষ্ঠু-সুন্দরভাবে কোরবানির পশুরহাট পরিচালনার লক্ষ্যে মতবিনিময় সভায় কোরবানির পশুর ক্রেতা, বিক্রেতা ও বেপারিদের সুবিধার্থে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইনস ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন বলেন, যে কোনো মূল্যে ঈদুল আজহার পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানির পশুর হাটে জালটাকা শনাক্ত করা, টাকার লেনদেনসহ ক্রেতা, বিক্রেতা ও বেপারিদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরীর দুটি স্থায়ী এবং সাতটি অস্থায়ী পশুর হাটে জালটাকা শনাক্ত করণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিটি হাটের জন্য একটি করে জালটাকা শনাক্তকরণ মেশিন চাওয়া হয়েছে বলে পুলিশ কমিশনার জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর