বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৮-১১ নভেম্বর ইসলামাবাদে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার কথা পাকিস্তানে। উচ্চপর্যায়ের সূত্র জানায়, পাকিস্তানে অনুষ্ঠেয় এবারের সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবুজ সংকেত দেওয়া হয়। এর পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি শুরু করে। নিয়মানুযায়ী সার্কের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মতির ভিত্তিতেই শীর্ষ সম্মেলনের দিন-তারিখ-স্থান নির্ধারণ হয়ে থাকে।

সূত্র জানায়, বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ও কয়েকজন অপরাধীর ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তানের অযাচিত প্রতিক্রিয়া আর হস্তক্ষেপের জন্যই প্রধানমন্ত্রী সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বার বার হস্তক্ষেপ করছে পাকিস্তান। বাংলাদেশ এর প্রতিবাদ জানানোর পরও পাকিস্তান অবস্থান বদলায়নি। এ অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো দৃশ্যত অগ্রগতি হয়নি। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর পাঁচ বছর ধরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক শীতল পর্যায়ে রয়েছে। মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে কোনো সফর বিনিময় হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর