বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

১০ হাজার টাকার মেশিন কেনা হয় ৪ লাখে !

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি কেনাকাটা নিয়ে অনিয়মের ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল প্রতিবেদন জমা দিয়েছে। দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর হাতে এ প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিবেদন গ্রহণ করে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরী, চিকিৎসা উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানসহ এ দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) লিখিতভাবে জানানো হবে।’ তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, একটি এমআরআই মেশিনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি দাম দিয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা। কিন্তু এটি কেনা হয় ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায়। কান পরীক্ষার অটোস্কোপ মেশিনের দাম ১০-১২ হাজার টাকা। এটি কেনা হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকায়। একটি ব্লাড ওয়ার্মারের দাম ১৫ হাজার টাকা। এটি কেনা হয়েছে ৯ লাখ ৩২ হাজার টাকায়। নিম্নমানের এ যন্ত্রটির ওপর লাগানো হয়েছে আমেরিকার স্টিকার। এভাবে চিকিৎসার যন্ত্রপাতি কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরীর বিরুদ্ধে। ২০১৪-১৫ অর্থবছরে কোনো বাজেট বরাদ্দ ছাড়াই তিনি দরপত্র ডেকে এসব অনিয়ম করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর