বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাত মাসে সড়ক দুর্ঘটনায় নিহত দেড় হাজার!

নিজস্ব প্রতিবেদক

গত সাত মাসে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৪৭৩ জন নিহত হয়েছেন। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এসব নিহতের ঘটনা ঘটেছে। এভাবে গত পাঁচ বছরে ৭ হাজার ৬০৭ জনের অকালমৃত্যু হয়েছে।

গতকাল এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার সংস্থা। একই সঙ্গে এতে দুর্ঘটনার জন্য চালকদের অদক্ষতা ও অসতর্কতাকে দায়ী করা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, ফুটপাথ দখল, হেলপার দিয়ে গাড়ি চালানো, রাস্তা নির্মাণে ত্রুটি, ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা ও যাত্রীদের অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, বেশির ভাগ দুর্ঘটনা ঘটে চালকের অদক্ষতা ও সতর্কতার অভাবে। আর সড়ক দুর্ঘটনার কারণগুলো বেশির ভাগ সময় উপেক্ষিত থাকায় সেগুলো আইনের আওতায় এনে বিচার করা সম্ভব হয় না।

সর্বশেষ খবর