বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বরিশাল গণপূর্তে দুই দল শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল গণপূর্ত অধিদফতর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সদস্যদের দুই পক্ষে গতকাল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ভাটার খাল এলাকায় গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব জাহাঙ্গীর আলম ২৮ আগস্ট আবদুল ওয়াহেদ হাওলাদারকে সভাপতি ও আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা গণপূর্ত অধিদফতর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কমিটি অনুমোদন করেন। এরপর মঙ্গলবার আদালতের রায়ে সারা দেশে গণপূর্ত অধিদফতরের প্রায় ৫ হাজার ওয়ার্কচার্জড কর্মচারীর চাকরি স্থায়ীকরণ হয়। এ কারণে গণপূর্তের শ্রমিক-কর্মচারীরা অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ শীর্ষ কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে গতকাল আনন্দ মিছিল করেন। মিছিলটি ভাটার খাল এলাকায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে প্রবেশ করার পরপরই সাবেক কমিটির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করেন। এতে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে গণপূর্তের কর্মচারী মো. মিলন জানান, সাবেক কমিটির নেতারা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে সংগঠনের অফিসে বসে ছিলেন। নতুন কমিটির নেতা-কর্মীদের মিছিল দেখে অফিস দখলের আশঙ্কা থেকে তারা ধাওয়া করেন।

সর্বশেষ খবর