বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-নেপাল-ভুটান রেল কাজ শুরু করেছে ভারত

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগ স্থাপন করতে কাজ শুরু করেছে ভারতীয় রেল। গৌহাটিতে ভারতের রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই গতকাল এ তথ্য জানিয়েছেন।

রেল প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে রেল যোগাযোগ বৃদ্ধি করতে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের (এএফআর) নির্মাণ প্রতিষ্ঠান রেললাইন স্থাপনের বিষয়ে জরিপ শেষ করেছে। তারা এরই মধ্যে সিঙ্ঘাবাদের (মালদা) সঙ্গে বাংলাদেশকে রেলপথে সংযুক্ত করেছে। পাশাপাশি রাধিকাপুর (উত্তর দিনাজপুর) ও হলদিবাড়ীর (কোচবিহার) সঙ্গেও রেলপথে বাংলাদেশকে সংযুক্ত করতে কাজ চলছে। প্রস্তাবিত আগরতলা-আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের কাজও চলছে। এর ফলে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের আর্থ-সামাজিক অবস্থার অনেক উন্নতি হবে। পাশাপাশি ত্রিপুরা থেকে ভারতের অন্য জায়গায় যেতে সময়ও অনেকটা কম লাগবে। আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ শেষ হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সরাসরি বাংলাদেশের আশুগঞ্জ ও চট্টগ্রাম সমুদ্রবন্দরের যোগাযোগ স্থাপন হবে। এদিকে এএফআর সূত্র জানিয়েছে, এ মুহূর্তে ভুটানের সঙ্গে ভারতের রেলসংযোগ নেই। ভুটানের সঙ্গে রেলসংযোগ করতে সম্ভাব্য পাঁচটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। নেপালের সঙ্গেও ভারতের রেলসংযোগ স্থাপন করা হচ্ছে। ভারতের যোগবাণী ও নেপালের বিরাটনগরের মধ্যে ১৮.৬০ কিলোমিটার দীর্ঘ রেলপথ সংযোগের কাজ চলছে।

সর্বশেষ খবর