বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কবি শহীদ কাদরীর প্রয়াণে নাগরিক স্মরণসভা

সাংস্কৃতিক প্রতিবেদক

চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের নর্থশোর হাসপাতালে ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও বাংলা একাডেমির ফেলো শহীদ কাদরী। কবি শহীদ কাদরীর স্মরণে যৌথভাবে স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল বিকালে অনুষ্ঠিত হয় এই নাগরিক স্মরণসভা। কথামালা, আবৃত্তি ও বইয়ের মোড়ক উন্মোচন দিয়ে সাজানো হয় এ আয়োজন। বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক, কবির স্ত্রী নীরা কাদরী। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘শহীদ কাদরীর কবিতায় দেশপ্রেম, মানবিকতাবোধ ও বঙ্গবন্ধু হত্যার বর্ণনা আছে। শহীদ কাদরীর কবিতা স্বল্পসংখ্যক হলেও তা হাজার কবিতার চেয়েও শ্রেষ্ঠ। শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে তার জনপ্রিয়তার প্রমাণ পেয়েছি।’

সর্বশেষ খবর