বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্রয় কমিটিতে নয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৯টি দরপ্রস্তাব অনুমোদন করেছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (প্রথম পর্যায়) দ্বিতীয় সংশোধিত প্রকল্প সংশ্লিষ্ট আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মহেশখালী চ্যানেল পাড়ে ও বাকখালী নদীর তীরে স্লোপ প্রটেকশনসহ অন্যান্য কাজ ডিপিএম পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জের সোনাকান্দা অবস্থিত ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম জোনের বিদ্যুতায়ন সিস্টেমের উন্নয়নে সাবস্টেশন নির্মাণ এবং সংস্কার কাজ পেয়েছে চায়নার একটি কোম্পানি।

কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের ডিজাইন রিভিউ ও নির্মাণ তদারকি কাজের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে এ কাজ পেয়েছে। এনজিও বিষয়ক ব্যুরো বাস্তবায়নাধীন কনসট্রাকশন অব এনজিও অ্যাফায়ারস ব্যুরো অফিস বিল্ডিং প্রকল্পের আওতায় কনসট্রাকশন অব ১০ স্টোরড বিল্ডিং উইথ এ বেজমেন্ট (ফাস্ট ফেইজ ৫ স্টোরড বিল্ডিং অ্যান্ড এ বেইজমেন্ট) ইনক্লুডিং স্যানিটারি অ্যান্ড ওয়াটার সাপ্লাই অ্যান্ড ইন্টারনাল ইলেকট্রিফিকেশন ওয়ার্কস অব এনজিও অ্যাফায়ারস ব্যুরো অ্যাট শেরেবাংলা নগর ঢাকার ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করেছে।

ঢাকার মিরপুরের ৬ নম্বর সেকশনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০৬৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় ৭ নম্বর ভবন (১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারটি ইউনিট বিশিষ্ট একটি ২০ তলা ভবন নির্মাণ কাজের প্রস্তাব অনুমোদন করেছে।

ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আওতায় বাস্তবায়িত আইসিবি-০২.৪ রিহ্যাবিলিটেশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক : সিভিল ওয়ার্ক ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করেছে। ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বাস্তবায়িত আইসিবি-০২ দশমিক ৫ রিহ্যাবিলিটেশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক : সিভিল ওয়ার্ক ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করেছে। ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বাস্তবায়িত আইসিবি-০২.৪ রিহ্যাবিলিটেশন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক : সিভিল ওয়ার্ক ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করেছে। 

এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদী (আপার) পুনঃখনন প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে বর্ণিত চারটি প্যাকেজের সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন, কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পোল্ডারসমূহ পুনর্বাসন প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে বর্ণিত ১০ প্যাকেজের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন ও বাংলাদেশ টেলিভিশন কর্তৃক বাস্তবায়িত ইস্টাবলিশড অব ফুল ফ্লেডজ ৫ টিভি স্টেশন অব বাংলাদেশ টেলিভিশন প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রয়োজনীয় পণ্য, ভৌত কাজ এবং সেবা ক্রয় একক উৎস হিসেবে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এএলআইটি অ্যান্ড ডিআরএফটি’র সঙ্গে সরাসরি চুক্তি সম্পাদনের মাধ্যমে টার্নকি পদ্ধতিতে সম্পন্ন করার নীতিগত প্রস্তাব অনুমোদন করেছে।

সর্বশেষ খবর