Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:০৩
ইউনিসেফের তথ্য
দেশে চার লক্ষাধিক শিশু বাস্তুচ্যুত
প্রতিদিন ডেস্ক

বিশ্বে প্রায় পাঁচ কোটি শিশু আন্তর্জাতিকভাবে ‘বাস্তুচ্যুত’ হয়ে পড়েছে। যুদ্ধ, সহিংসতা কিংবা নির্যাতনের কারণে তারা নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। এ ছাড়া বিশ্বে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা ১ কোটি ৯০ লাখ। বাংলাদেশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার। গতকাল জাতিসংঘ শিশু কর্মসূচি বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্টনি লেক এক বিবৃতিতে বলেন, সমুদ্রে ডুবে যাওয়ার পর তীরে ভেসে আসা আয়লান কুর্দির ছোট্ট দেহ কিংবা অ্যাম্বুলেন্সে বসানোর পর ওমরান দাকনিসের নির্বাক ও রক্তাক্ত মুখের ছবি দেখে বিশ্বব্যাপী মানুষ মর্মাহত হয়েছিল। কিন্তু প্রতিটি ছবি, প্রতিটি ছেলে বা মেয়ে লাখ লাখ বিপদগ্রস্ত শিশুকে তুলে ধরছে। ২০১৫ সালের বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করে ইউনিসেফ। এই হিসেবে গত বছর বাংলাদেশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার। সংস্থাটির মতে, ২০১৫ সালে জাতিসংঘ শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে ৪৫ শতাংশ শরণার্থী শিশুই এসেছে সিরিয়া ও আফগানিস্তান থেকে।

এই পাতার আরো খবর
up-arrow