Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:০৪
আহসানউল্লাহ মাস্টার হত্যা
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয় আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশিত হয়। ১৮২ পৃষ্ঠার এই রায় লেখা হয়েছে বাংলায়। পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেছে, প্রতিটি হত্যাকাণ্ডই অমানবিক যা সমাজে ক্ষত সৃষ্টি করে, জনমানুষের নিরাপত্তারোধে চরম আঘাত হানে। এই নির্মম ঘটনা কেবল ঘটনার শিকার ব্যক্তিদের প্রাণ কেড়ে নেয়নি, রক্তাক্ত করেছে সভ্য সমাজকে, মানুষের সুস্থ চেতনাকে, মানবতাকে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের পৈশাচিক সুসংগঠিত হত্যাকাণ্ড অতীতে খুব কমই সংঘটিত হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক দুর্বৃত্তায়নের স্পষ্ট চিত্র প্রতিফলিত হয়েছে। আদালত বলে, দুর্বৃত্তায়িত রাজনীতি দেশকে ধ্বংস ছাড়া অন্য কোনো দিকে নিয়ে যেতে পারে না। কোনো দ্বিধা ছাড়াই বলা যায় যে, যারা রাজনীতিকে বা দেশের রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেন, দুর্বৃত্তায়নের আবর্তে ঠেলে দিতে উৎসাহিত করেন, তারাই রাজনৈতিক দুর্বৃত্তদের শিরোমণি। এই মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষে ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। ২০০৪ সালে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এই পাতার আরো খবর
up-arrow