বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রতিবাদ

গত মঙ্গলবার প্রকাশিত ‘শীর্ষ কর্তা নেই ২৬ বিশ্ববিদ্যালয়ে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিবাদ লিপিতে জানান হয়- মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের ভিত্তিতে গত ১০ আগস্ট অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরীকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রতিবেদকের বক্তব্য : ইউজিসি’র প্রতিবেদনের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। ফারইস্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নেই এমনটিই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। গতকাল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, ‘উপাচার্য নিয়োগদানের পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পত্র মারফত ইউজিসিকে তা অবহিত করার কথা। কিন্তু এমন পত্র আমরা আগে পাইনি। আজ (বুধবার) চিঠিতে উপাচার্য নিয়োগের বিষয়টি জানায় তারা’।

সর্বশেষ খবর