শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-মোহনগঞ্জ আন্তঃনগর ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-মোহনগঞ্জ রেলপথে নতুন আন্তঃনগর ট্রেন ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’-এর উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। গতকাল দুপুর ২টা ৩৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের উদ্বোধন করে রেলমন্ত্রী বলেন, নেত্রকোনা ও মোহনগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন এই আন্তঃনগর ট্রেন চালু করা হলো।  প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানও এলাকাবাসীর চাহিদার বিষয়টি মাথায় রেখে নতুন ট্রেন চালু করার জন্য অনুরোধ করেছিলেন। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন এই আন্তঃনগর ট্রেনের মোট কোচের সংখ্যা ১৪টি। এর মধ্যে ৫৮ আসনের একটি এসি চেয়ার কোচ ও ২৭ আসনের একটি প্রথম শ্রেণির কোচ আছে। এ ছাড়া তিনটি শোভন চেয়ার কোচে ১৮০টি, ৭টি শোভন কোচে ৩৬০টি আসন আছে। নতুন এই আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন দুপুর ২টা ৩৫ মিনিটে কমলাপুর ছেড়ে যাবে। আবার রাত সাড়ে ১১টায় মোহনগঞ্জ থেকে কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসবে। ট্রেনটি প্রতি সোমবার বন্ধ থাকবে। গতকাল দুপুরে কমলাপুরে ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সংসদ সদস্য ছবি বিশ্বাস ও রেবেকা মোমিন, রেল সচিব ফিরোজ সালাউদ্দিন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর