শিরোনাম
শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তামাকজাত পণ্যের সচিত্র সতর্কবার্তা নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

আইনে তামাকজাত পণ্যের সচিত্র সতর্কবার্তা প্যাকেটের উপরিভাগের ৫০ শতাংশজুড়ে রাখার বিধান থাকলেও সেটা বদলে নিচের অংশে ওই সতর্কবার্তা ছাপানোর সুযোগ রেখে জারি করা গণবিজ্ঞপ্তিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের  কো-অর্ডিনেটরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক, তাকে সহযোগিতা করেন আইনজীবী মঞ্জুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল এস এম মনিরুজ্জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর