Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০২:২৯
টাঙ্গাইলে বিদ্যুৎ অফিসে গ্রাহকদের হামলা
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরের পাঁচ গ্রামে কয়েক দিন ধরে বিদ্যুৎ না থাকায় গতকাল দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী উপজেলা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করে।

বিদ্যুৎ অফিসের দারোয়ান লেলিন সরকার জানান, দুপুরে উপজেলার দাড়িয়াপুর, বেড়বাড়ীসহ কয়েকটি গ্রামের   শতাধিক লোক বিদ্যুতের দাবিতে মিছিল নিয়ে অফিসের সামনে আসে। এ সময় উত্তেজিত লোকজন বিদ্যুৎ অফিসের গেট এবং ঢিল ছুড়ে অফিসের কাচ ভাঙচুর করে। এতে বাধাদানকারীদের ওপরও তারা চড়াও হয়। পরে পুলিশ এসে চার হামলাকারীকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আটকদের মধ্যে রয়েছেন উপজেলার দাড়িয়াপুরের আযম মিয়া (৪৫), ফরিদ মিয়া (৩০), আবদুর রউফ (৫০) ও খোকন (৩৫)। টাঙ্গাইল জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। অজ্ঞাতনামা ৩০-৪০ জন গ্রামবাসীকে আসামি করে সখীপুর থানায় একটি মামলা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow