শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বর্জ্য অপসারণে প্রস্তুত চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্দিষ্ট সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুতি নিয়েছে। এবারও লক্ষ্য ৪টা থেকে ৫টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। চসিক সূত্রে জানা যায়, এবার নগরীতে প্রায় সোয়া লাখ পশু কোরবানি দেওয়া হতে পারে। পশুর বর্জ্য যথা সময়ের মধ্যে অপসারণে চসিক ৪১ ওয়ার্ডকে ১০টি করে চার জোনে ভাগ করা হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের প্রতি জোনে একজন কাউন্সিলরকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ছোট-বড় ২০০ আবর্জনাবাহী গাড়ি। বর্জ্য অপসারণে নিয়োগ দেওয়া হয়েছে দুই হাজার কর্মী। থাকবে পানির ভাউচারের গাড়ি, রিকশাভ্যান ও পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার। চসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, বর্জ্য অপসারণে সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন। কোরবানির পশু জবেহর পর থেকে বিকাল ৪-৫টার মধ্যে ৪১ ওয়ার্ডের সব বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

সর্বশেষ খবর