Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০২:০২
বগুড়ার শিবগঞ্জে পেট্রল পাম্পে আগুন, দগ্ধ ৫
৩০টি দোকানসহ দুই মার্কেটের অর্ধশতাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিবগঞ্জের কিচকে মিনি পেট্রল পাম্পে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এতে ফায়ার সার্ভিস কর্মী আপেলসহ আহত হয়েছেন ৫ জন। গতকাল রাত পৌনে ৮টার দিকে মেসার্স নওসেন এন্টারপ্রাইজ নামের পেট্রল পাম্পে আগুন লেগে এ ক্ষতি হয়েছে। বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল বলে জানান ফায়ার সার্ভিস বগুড়ার সিনিয়র অফিসার ইউনুছ আলী। তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, কিচক বন্দরে অবস্থিত একতলা ভবনে ওই পাম্প মালিকের ১২টি দোকান ছিল। মিনি পাম্পে এবং পাশের দোকানে পেট্রল, ডিজেলসহ গ্যাস সিলিন্ডার, কীটনাশক ওষুধ, সার, কেরোসিন বিক্রি হতো। আগুন লাগার কারণে পাম্পের পাশে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ছোট-বড় ৩০টি দোকানসহ দুই মার্কেটের অর্ধশতাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পাম্পের পাশের দোকানে সুতা থাকায় সেগুলোতে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ওই পাম্পে বৃহস্পতিবার রাতে এক ট্রাক গ্যাস সিলিন্ডার নামানো হয়েছিল বলে জানা গেছে। বিপুল পরিমাণ তেল, গ্যাস ও দাহ্য বস্তু ছিল বলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নেভাতে ছুটে আসেন। শিবগঞ্জ ইউএনও আমিনুর রহমান জানান, ওই পাম্পের কোনো অনুমোদন ছিল না।

এই পাতার আরো খবর
up-arrow