Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০২:০৫
ঘরে পেট্রল ঢেলে দেড় বছরের শিশু হত্যা দাদি আটক
নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আল ফাতিম নামে দেড় বছরের এক শিশুকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর হামড়াতলায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া শিশুটির বিমাতা সীমা (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ এ ঘটনায় শিশুটির দাদি মনোয়ারা বেগম মনু (৫৫) ও তার বোন মুসলিমা বেগমকে আটক করেছে। নিহত শিশুটির মা রোজিনা খাতুন জানান, তার স্বামী আল আমিন বিশ্বাস মালয়েশিয়া থাকেন এবং তার আরও দুই সতীন রয়েছে। এ অবস্থায় তিনি তার শিশু পুত্রকে নিয়ে বাপের বাড়ি বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামে থাকতেন। নাতিকে দেখতে খুব ইচ্ছা করছে— এ কথা বলে ১৫/১৬ দিন আগে ফাতিমকে তার নানাবাড়ি থেকে নিয়ে যান দাদি মনোয়ারা বেগম। কয়েকদিন পর ছেলেকে ফেরত চাইলে ফাতিমের দাদি বলেন, ওকে আর যেতে দেব না, খুব দেখার ইচ্ছা হলে নরেন্দ্রপুর এসে দেখে যেতে হবে। বৃহস্পতিবার গভীর রাতে তার শাশুড়ি মোবাইলফোনে তাকে জানান, কেরোসিন ল্যাম্পের আগুন থেকে ঘরে আগুন লেগে ফাতিম মারা গেছে।

এই পাতার আরো খবর
up-arrow