রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিদেশিসহ আট প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক

লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিন বিদেশিসহ আটজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর ও বারিধারায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন চুকওয়া ইমানুয়েল, মাইকেল বউমনিমি, ডেভিড নিকোলাস, বিপ্লব লস্কর, হারুনুর রশিদ কামাল, রেজাউল ইসলাম, কাওসার ও শওকত আলী। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন। আবদুল বাতেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর ও বারিধারায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই আটজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (উত্তর) বিমানবন্দর জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে ৬৭টি চেকবই, ১৬টি মোবাইল ফোন সেট, ১টি ল্যাপটপ ও ১৫টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ভুয়া চেক ইস্যু ও ভুয়া ফার্মের ঠিকানা ব্যবহার করে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন জানিয়ে আবদুল বাতেন বলেন, ৫ থেকে ২৫ শতাংশ কমিশনের ভিত্তিতে বাংলাদেশিদের মাধ্যমে এসব প্রতারণা মূলত করছিলেন নাইজেরিয়ানরা। তাদের মূল হোতা ডেভ নাইজেরিয়া থেকে তার প্রতারণার কার্যক্রম হোয়াটসঅ্যাপ, ভাইবার, নেট ও আইটেলডায়ালারপ্লাস অ্যাপসের মাধ্যমে পরিচালনা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর