Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৪০
সন্ত্রাস-জঙ্গিবাদ নিরসনে কাজ করতে হবে
— রুহুল আমিন হাওলাদার
নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাস-জঙ্গিবাদ নিরসনে কাজ করতে হবে

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবিলায় মতপার্থক্য না করে একযোগে সবাইকে কাজ করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ নিরসনে ব্যর্থতার কোনো অবকাশ নেই। গতকাল বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী মীর আবদুস সবুর আসুদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যে বিশ্বাসী। জঙ্গিবাদ দমনে সরকারকে সর্বাত্বক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। জাতীয় পার্টির শাসনামলে জঙ্গি ও সন্ত্রাস ছিল না। সমাজ জীবনে অস্থিরতা ছিল না। ‘৯০’র পর দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের আত্মপ্রকাশ ঘটে। জাতি হিসেবে এটা আমাদের কাম্য নয়। এ পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী তা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন এবং অগ্রগতির সূচনা করেছিলেন এইচ এম এরশাদ।

এই পাতার আরো খবর
up-arrow