শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শালিসে চুরির অপবাদ, মার্কেট প্রহরীর আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রয়েল মার্কেটের প্রহরী আলম চুরির অপবাদ সইতে না পেরে গলায় ছুরিকাঘাতে আত্মহত্যা করেছেন। এদিকে আলমের পরিবারের দাবি তাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। আলমের ভায়রার মেয়ে রুমী বলেন, জবাই করে হত্যা করার ভয় দেখান জোনাকি শপিং সেন্টারের মালিক মনা। তারা শুধু পুলিশের ভয় দেখিয়ে ছিলেন। এরপরই আলম বাথরুমে যাওয়ার কথা বলে মার্কেটের সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলম মঙ্গলবার ভোর ৫টায় মারা যান। তিনি হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের আনছার আলীর পুত্র। সালিশ বৈঠকের বিচারে খালুকে তাত্ক্ষণিক খোয়া যাওয়া টাকা ফেরত দিতে বলা হয়। তখন খালাম্মা ও খালু মিলে বলেছেন, ছয় মাসের মধ্যে জায়গা বিক্রি করে টাকা দিয়ে দেবেন। কিন্তু বিচারে সবাই খালুকে পুলিশের ভয় দেখান। তাত্ক্ষণিক তারা পুলিশকেও খবর দেন। ঘটনার বিবরণে জানা যায়, হাজীগঞ্জ রয়েল মার্কেটের জোনাকি শপিং সেন্টারে রবিবার রাতে চুরির ঘটনা ঘটেছিল। মার্কেটের ভিতরে পাহারাদার থাকা সত্ত্বেও দোকানের তালা ভেঙে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে দোকান খুলতে এসে দোকানের মালিক মনা দোকানের তালা ভাঙা দেখতে পান। তখন তিনি মার্কেটের পাহারাদারকে ডেকে আনেন। ঘটনাটি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আহসান হাবিব অরুন ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনকে অবহিত করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, একজন সাংবাদিক ফোনে পুলিশকে খবর দেন।

সর্বশেষ খবর