Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৭
বান্দরবানের ঝর্ণায় অধ্যাপক নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক তৌফিক আহমদ (৩৮)। গতকাল বিকালে রুমা উপজেলার রিঝুক ঝরনামুখ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অধ্যাপক তার পরিবারের সদস্যদের নিয়ে সকালে রুমা বাজার হয়ে রিঝুক ঝরনা দেখতে আসেন। বিকাল সাড়ে ৩টার দিকে ঝরনামুখে তিনি ও পরিবারের সদস্যরা গোসল করতে নামেন। পরিবারের অন্যরা উঠে এলেও অধ্যাপক নিখোঁজ হন। বান্দরবান ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ পর্যটককে খুঁজতে চট্টগ্রাম থেকে চারজন ডুবুরি নিয়ে আসা হচ্ছে। রুমা থানার ওসি শরিফুল ইসলাম রাত ৯টার দিকে জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে রিঝুক ঝরনার পাশে সাঙ্গু নদীতেও খোঁজা হচ্ছে। তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এই পাতার আরো খবর
up-arrow