রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ পরিদর্শনে বাংলাদেশের হাইকমিশনার

দীপক দেবনাথ, কলকাতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে নির্মাণাধীন ‘বাংলাদেশ ভবন’ পরিদর্শন করলেন নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। সঙ্গে ছিলেন কলকাতা ডেপুটি হাইকমিশনার জকি আহাদ, কাউন্সেলর মিয়া মো. মইনুল কবিরসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা। গতকাল দুপুরের দিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইন্দিরা ভবনের পেছনের জমিটিতে গড়ে ওঠা বাংলাদেশ ভবনটি ঘুরে দেখেন তারা। কথা বলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক স্বপন দত্তের সঙ্গে। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন করপোরেশন—এনবিসিসির আরেকটি প্রতিনিধি দলের সঙ্গে তাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রস্তাবিত বাংলাদেশ ভবনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ভবনের কাজের মান যথাযথ রেখে নির্ধারিত সময়ে ভবন নির্মাণ সম্পন্ন করার জন্য হাইকমিশনার তাগিদ দেন। যদিও নির্মাণকাজের অগ্রগতি নিয়ে দুজনই সন্তোষ প্রকাশ করেন। বিশ্বভারতী কর্তৃপক্ষও আশ্বস্ত করেন কাজের মান যথাযথ রেখেই নির্ধারিত সময়ে ভবন নির্মাণ সম্পন্ন হবে। আগামী বছরই এ ভবন নির্মাণের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন গড়ে তোলার লক্ষ্যে ২০১৪ সালের মার্চে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (সমঝোতা স্মারক) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ।

সর্বশেষ খবর