রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সামুদ্রিক সম্পদ সংরক্ষণে ৫৩ দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়নের লক্ষ্যে মহাসাগর, সাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অন্যদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ ৫৩টি দেশের সঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত দুই দিনে অনুষ্ঠিত তৃতীয় ‘আওয়ার ওশান কনফারেন্স’ থেকে এ-সংক্রান্ত ঘোষণাটি দেওয়া হয়েছে। এ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও রক্ষার জন্য ৫ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১৩৬টি নতুন উদ্যোগের কথাও ঘোষণা করেছে। গতকাল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক কমিশনের (এসকাপ) ৫৩টি রাষ্ট্রের মধ্যে সহযোগিতার লক্ষ্যে একটি সহযোগিতা উদ্যোগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ খবর