সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জিয়া ১৩ হাজার যুদ্ধাপরাধীকে মুক্তি দেন

—————— ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীনের পর খুন, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের ক্ষমা করেননি।  বরং ওইসব যুদ্ধাপরাধীকে তিনি কারাগারে পাঠিয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে প্রায় ১৩ হাজার যুদ্ধাপরাধীকে মুক্তি দেন। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আছাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, ড. আওলাদ হোসেন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ। হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন যুদ্ধাপরাধীর দল। বিএনপি নেত্রী খালেদা জিয়া জামায়াতকে বাদ দিয়ে কিছুই করতে পারেন না। পেট্রলবোমা মেরে মানুষ হত্যার বিচার করার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চাননি তাদের স্থান পাকিস্তানে অথবা কারাগারে হওয়া উচিত।

সর্বশেষ খবর