মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ আবুল খায়ের মুসলেহউদ্দিনের মৃত্যুবার্ষিকী

আজ আবুল খায়ের মুসলেহউদ্দিনের মৃত্যুবার্ষিকী

প্রখ্যাত কবি ও কথা সাহিত্যিক আবুল খায়ের মুসলেহ উদ্দিনের আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৩৪ সালের এই দিনে তিনি কুমিল্লার লাকসাম থানার লৎসর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল আউয়াল এবং মায়ের নাম হাফসা খাতুন। আবুল খায়ের মুসলেহউদ্দিনের গ্রন্থের সংখ্যা প্রায় ১০০। এরমধ্যে রয়েছে কাব্যগ্রন্থ তিনটি, উপন্যাস ২০টি, গল্পগ্রন্থ ৩০টি, শিশুতোষ কাব্যগ্রন্থ ১১টি, শিশু-কিশোর গল্প-উপন্যাস ২০টি, ইতিহাস ঐতিহ্য ও জীবনীগ্রন্থ পাঁচটি। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তার অসংখ্য গল্প-কবিতা অগ্রন্থিত অবস্থায় রয়েছে। একইভাবে রেডিও-টিভিতে প্রচারিত তার অসংখ্য নাটকও অগ্রন্থিত রয়েছে। তিনি তার কর্মক্ষেত্রের স্বীকৃতি স্বরূপ আসাফউদ্দৌলা রেজা স্মৃতি সাহিত্য পুরস্কার, আবুল হাসান স্মৃতি সাহিত্য পুরস্কার, শেরে বাংলা স্মৃতি সাহিত্য পুরস্কার, কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার, ফরিদপুর পৌরসভা সাহিত্য পুরস্কার, কালচক্র সাহিত্য পুরস্কার ও সুহৃদ সাহিত্য পুরস্কার পেয়েছেন। মৃত্যুদিবস উপলক্ষে আজ আবুল খায়ের মুসলেহউদ্দিন ফাউন্ডেশন বেশ কিছু কর্মসূচি হাতে রয়েছে। এদিন তার গ্রামের বাড়ি ফেনুয়ায় তারই প্রতিষ্ঠিত মাদ্রাসা     ও এতিমখানায় দিনব্যাপী কোরআনখানি  ও দোয়া মাহফিলের আয়োজন করা    হয়েছে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর