বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মর্যাদা ও পদোন্নতি নিশ্চিতের দাবি স্যানিটারি ইন্সপেক্টরদের

নিজস্ব প্রতিবেদক

স্যানিটারি ইন্সপেক্টরের মর্যাদা ও অবিলম্বে স্যানিটারি ইন্সপেক্টরের পদসংখ্যা বাড়িয়ে তাদের পদোন্নতি নিশ্চিত করতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. খছরু চৌধুরী, আবু ফাত্তাহ জুনায়েদ আহমদ, গোলাম সরওয়ার, মো. মোমেনূর রহমান খান, সুরেশ চাকমা, মঞ্জুর রশীদ, আহসান হাবিব জিলানী জুয়েল, বাসুদেব কুমার মল্লিক, মানিক জামান প্রমুখ। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, স্বাস্থ্য সহকারীদের মধ্য থেকে এ পর্যন্ত ২ হাজার ২০০ জন সম্পূর্ণ নিজ খরচে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে পেশাগত জ্ঞান ও কর্মদক্ষতা অর্জন করেছেন। তা সত্ত্বেও তাদের এখন পর্যন্ত অজানা কারণে উচ্চতর গ্রেডে পদোন্নতি বা (ডিপ্লোমা-স্কেল) বেতন দেওয়া হচ্ছে না। অথচ একই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতরের আওতায় অন্যান্য পদের ডিপ্লোমাধারী কর্মচারীরা যথানিয়মে ডিপ্লোমা গ্রেডের বেতন পাচ্ছেন।

সর্বশেষ খবর