Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৩৭
প্রবীণ সাংবাদিক বিজন সেনের জীবনাবসান
নোয়াখালী প্রতিনিধি

প্রবীণ সাংবাদিক বিজন সেন গতকাল নোয়াখালী জেলা শহরে তার বাসভবনে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬১। তিনি স্ত্রী, এক ছেলে,  দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে সোনাপুর শশ্মানে তাকে দাহ করা হয়েছে। বিজন সেন ভোরের কাগজ ও চ্যানেল আই’র নোয়াখালী প্রতিনিধি ছিলেন। দৈনিক খবরে তার সাংবাদিকতার সূচনা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী , নোয়াখালী প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফ, ভারপ্রাপ্ত সম্পাদক জামাল হোসেন বিষাদ, যুগ্ম-সম্পাদক আকবর হোসেন সোহাগ প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow