Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৪৫
ইউনাইটেড পার্টির প্রেসিডিয়ামের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ইউনাইটেড পার্টির প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে  দলের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন তাদের নাম ঘোষণা করেন। ১৫ সদস্যের প্রেসিডিয়াম সদস্যরা হলেন— মাওলানা আজিজুর রহমান বুলবুলি, মো. শাহীন খান, মুফতি হারিসুল হক হোসাইনী, মাওলানা শেখ শোয়াইব, মাওলানা মোস্তফা চৌধুরী, অধ্যক্ষ ইলিয়াস হোসাইন, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা আবদুল আজিজ, অধ্যক্ষ নূরে আলম সরকার, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মো. আবুল কাশেম, অধ্যক্ষ ড. আল ইমরান, মাওলানা গোলাম মোস্তাফা, মুফতি কামাল উদ্দিন জাহানপুরী ও শাহ সুফি খাজা হারুনুর রশীদ মিরন।

এই পাতার আরো খবর
up-arrow