রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রকাশিত খবরে সুপার বোর্ড মিলসের ব্যাখ্যা

গত বুধবার বাংলাদেশ প্রতিদিনে ‘দেশেই তৈরি হচ্ছে ফরমালিন’ শীর্ষক খবরের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে সুপার বোর্ড মিলস লিমিটেড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষে দাবি করা হয়েছে, সুপার বোর্ড মিলস লিমিটেড ফরমালিন তৈরি করে না এবং ওই পণ্য বা এর কাঁচামাল খোলাবাজারে বিক্রির প্রশ্নও আসে না। প্যারাফরমালডিহাইড পার্টিকেল বোর্ড উৎপাদনের অন্যতম কাঁচামাল, যা সরকারের সব আইন ও নীতিমালা অনুযায়ী আমদানি ও ব্যবহূত হয়েছে। খবরে উল্লিখিত তদন্ত সম্পর্কে প্রতিষ্ঠানটি অবগত। কিন্তু তদন্ত রিপোর্ট সম্পর্কে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে প্রকৃত ঘটনার প্রতিফলন হয়নি। শুল্ক আইনের বিধান মতে, কোনো শুল্কযোগ্য পণ্য অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলে তার ওপর কোনো ধরনের শুল্ক কর প্রদেয় হয় না। প্রতিষ্ঠানের ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয়, আমদানিকৃত প্যারাফরমালডিহাইড প্রয়োজনীয় শুল্ক কর পরিশোধ করেই ব্যবহার করা হয়েছে। এ প্রতিষ্ঠান কখনো ফরমালিন উৎপাদন ও বাজারজাত কিংবা বিক্রি করেনি। এমনকি কাঁচামাল হিসেবে আমদানিকৃত প্যারাফরমালডিহাইড কখনো খোলাবাজারেও বিক্রি করেনি।

সর্বশেষ খবর