রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংসদ অধিবেশন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের দ্বাদশতম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। এর আগে বিকাল ৪টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশন কতদিন চলবে তা নির্ধারিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ সেপ্টেম্বর এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশেনের জন্য নতুন চারটি বিল জমা পড়েছে। এ ছাড়া আগের জমা ১১টি বিলের রিপোর্ট উত্থাপন করা হবে এই অধিবেশনে। তিনটি বিল পাস হতে পারে বলে সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর