রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শুরু হলো জাতীয় নাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শুরু হলো জাতীয় নাট্যোৎসব

শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শীর্ষক ১৮ দিনবাপী ‘জাতীয় নাট্য উৎসব ২০১৬’। উৎসবে ঢাকার বাইরের আটটি বিভাগের ২৬টি এবং শিল্পকলা একাডেমিসহ ঢাকা মহানগরের ৩২টি মিলিয়ে ৫৮টি নাট্যদলের নাটক একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল ও বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে একযোগে মঞ্চায়ন হবে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার ও আতাউর রহমান।

ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতরুজ্জমান। উৎসবের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উৎসবের মূল সংগীতের সঙ্গে দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশিত হয়। মঞ্চে প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা।

উদ্বোধনী আনুষ্ঠানিকতায় নাট্যকর্মী তনু, তনয়সহ জঙ্গিবাদীদের হাতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর