Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৭
এমআইএসটিতে শেষ হলো আন্তর্জাতিক সম্মেলন

মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ,ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শনিবার এমআইএসটি’র জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে শেষ হয়েছে। সম্মেলনে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, পাওয়ার সিস্টেম অ্যান্ড রিনিঅ্যাবল এনার্জি, সেমি-কন্ডাক্টর ডিভাইস অ্যান্ড ন্যানো টেকনোলজি, সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নেভিগেশন, ওয়্যারলেস কমিউনিকেশন, রাডার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ক সামপ্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়। শেষদিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশসহ আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, জার্মানি, এবং নেপালের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকরা অংশ নেন।-আইএসপিআর।

এই পাতার আরো খবর
up-arrow