শিরোনাম
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মালিতে বিমানবাহিনীর ১১৭ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনী রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১১৭ সদস্যের কন্টিনজেন্ট প্রতিস্থাপন করেছে। পূর্ববর্তী কন্টিনজেন্টের প্রতিস্থাপক হিসেবে বিমানবাহিনীর ১১১ সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে রবিবার রাতে মালি গেছেন। এ কন্টিনজেন্টের ৬ সদস্যবিশিষ্ট অ্যাডভান্স টিম ১৮ সেপ্টেম্বর মালি যায়।এ ছাড়া বিমানবাহিনী মালিতে প্রথমবারের মতো তিনটি এমআই-১৭১ হেলিকপ্টারও মোতায়েন করেছে। এ হেলিকপ্টারগুলো ২০ সেপ্টেম্বর মালিতে পাঠানো হয়েছে। হেলিকপ্টারগুলো সেখানে শান্তিরক্ষী স্থানান্তর, যুদ্ধে হতাহতদের হাসপাতালে স্থানান্তর এবং জাতিসংঘ কর্মকর্তা ও স্টাফ পরিবহনের কাজে নিয়োজিত থাকবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গতকাল জানায়, সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালিগামী বিমানবাহিনী সদস্যদের বিদায় জানান। এ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন এ এফ এম শামীমুল ইসলাম। যাত্রার আগে বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর