শিরোনাম
বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাথায় পিস্তল ঠেকিয়ে ইউপি চেয়ারম্যানের ২০ লাখ টাকা লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছের মাথায় পিস্তল ঠেকিয়ে স্থানীয় চাঁদাবাজরা ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তোফায়েল আহাম্মেদ আলমাছ বাদী হয়ে তিন চাঁদাবাজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। মামলা নং ৫২(৯) ২০১৬ ইং। গতকাল বিকালে উপজেলার মঠেরঘাট এলাকার ভূমি অফিসের সামনে ঘটে এ ঘটনা। মামলায় আসামিরা হলেন উপজেলার ভাণ্ডাবো এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে হানিফ মোল্লা, মঙ্গলখালী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোমেন ও দড়িকান্দি এলাকার মৃত আশরাফুল্লাহর ছেলে মোশারফ। চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ জানান, তিনি গত ২৩ এপ্রিল নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। নির্বাচনের পর থেকেই হানিফ, মোমেন ও মোশারফসহ তাদের লোকজন তোফায়েল আহাম্মেদ আলমাছের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে তোফায়েল আহাম্মেদ আলমাছের বিরুদ্ধে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করিয়ে ও বিভিন্নভাবে ঝামেলার সৃষ্টি করবে বলে হুমকি প্রদান করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সুযোগ মতো একা পেলে হত্যা করবে বলে হুমকি দেওয়া হয়। গতকাল বিকাল ৩টার দিকে তিনিসহ সহকর্মী এজাজ আহাম্মেদ, ভাতিজা ফরিদ মঠেরঘাট ভূমি অফিসের সামনে আলাপ-আলোচনা করাকালে উল্লিখিত চাঁদাবাজরা মোটরসাইকেল যোগে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হানিফ ও মোশারফের হাতে থাকা পিস্তল মাথায় ঠেকিয়ে তোফায়েল আহাম্মেদ আলমাছকে হত্যার চেষ্টা করে। এ সময় এজাজ আহাম্মেদ ও ফরিদ বাধা প্রদান করলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা এজাজ আহাম্মেদের সঙ্গে থাকা ৫০ হাজার টাকা লুটে নেয়। ফরিদের সঙ্গে থাকা স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোনটি লুটে নিয়ে হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়।

সর্বশেষ খবর