বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাঁচ দফা দাবিতে কাঁচপুরে শ্রমিকদের বিক্ষোভ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মিথ্যা প্রচারণা বন্ধ, চক্রান্তকারীদের শাস্তি নিশ্চিতকরণ ও কারখানা খোলা রাখাসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জের কাঁচপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রহিম স্টিল কারখানার শ্রমিক ও কর্মচারীরা। গতকাল সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা বলেন, কারখানাটি বন্ধ হলে তিন হাজার শ্রমিককে পরিবারসহ না খেয়ে মরতে হবে। কারখানার শ্রমিক আকবর হোসেন ও জজ মিয়া বলেন, আমরা গরিব মানুষ। চাকরি করে কোনোরকমে ডাল-ভাত খেয়ে বেঁচে আছি। একটি মহল কারাখানাটি বন্ধ করার পাঁয়তারা করছে। এসব চক্রান্তকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। শ্রমিক হোসেন মিয়া ও দেলোয়ার বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শ্রমিক নেতা মাহবুব হোসেন ও শাহজালাল জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, রহিম স্টিল কারখানার শ্রমিকরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

সর্বশেষ খবর