বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেখ হাসিনার নামেই বিশ্ব বাংলাদেশকে চিনে

-------- ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই আজ সারাবিশ্ব বাংলাদেশকে চিনে। বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে চোর বলেছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যার দৃঢ় নেতৃত্বেই আমরা প্রমাণ করেছি বাঙালি বীরের জাতি। জাতির পিতা আমাদের কখনো মাথা নত করতে শিখাননি। তার কন্যাও অন্যায়ের কাছে মাথা নত করেন না। শেখ হাসিনার কারণেই আজ ৩০ হাজার কোটি টাকায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। যার এক-চতুর্থাংশ কাজ এখন দৃশ্যমান। গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শেখ হাসিনার জন্মদিন ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, মাইনুল হোসেন খান নিখিল, ইসমাইল চৌধুরী সম্রাট, ইসমাইল হোসেন, রেজাউল করিম রেজা প্রমুখ।  এর আগে ওবায়দুল কাদের যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সম্পাদিত ‘সময়রেখায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সংবাদচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। দোয়া, মিলাদ এবং আলোচনা সভা শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউ, কাকরাইল মোড়, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় মিষ্টি বিতরণ করা হয়।  ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক বলায় এক সময় কিছু লোক হাসি-ঠাট্টা করত। আজ সেই মানুষগুলোর মুখেই শেখ হাসিনার প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা শোনা যাচ্ছে। শেখ হাসিনা তার মেধা ও দূরদর্শিতায় এখন দেশের অনন্য রাজনৈতিক নেত্রী।

সর্বশেষ খবর