বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিভিন্ন মামলায় ছয়জনের ফাঁসির আদেশ

প্রতিদিন ডেস্ক

বরগুনায় নয়া মিয়া হত্যা মামলায় চারজন, লক্ষ্মীপুরে ভাবী হত্যা মামলায় একজন ও রংপুরে শিশু হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—বরগুনা : বরগুনার আমতলী উপজেলার নয়া মিয়া হত্যা মামলায় চারজনকে ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৩৭৯ ধারায় প্রত্যেক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বরগুনার অতিরিক্ত জেলা ও দায়ার জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় দেন। সব আসামির উপস্থিতিতে গতকাল বেলা সাড়ে ১১টায় এ রায় ঘোষণা করা হয়। আসামিদের মধ্যে মো. শহিদুল চৌকিদার, বারেক চৌকিদার, বশির মাতুব্বর ও মোয়াজ্জেমকে ফাঁসি এবং অন্য দুই আসামি আবদুর রব চৌকিদার ও মজিবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলাসূত্রে জানা গেছে, ২০১২ সালের ১০ এপ্রিল আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের গরু ব্যবসায়ী নয়া মিয়া ৭০ হাজার টাকা নিয়ে কলাপাড়া থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক তাকে আসামি শহিদুল চৌকিদারের বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় আসামিরা নয়া মিয়াকে কোমরের নিচের দিকের অংশ থেঁতলে দেয়। খবর পেয়ে নয়া মিয়ার পরিবারের লোকজন, ইউপি সদস্য ও স্থানীয়রা শহিদুল চৌকিদারের বাড়ি থেকে তাকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়া মিয়া মারা যান। এ ঘটনায় তার ছেলে মো. নাসির বাদী হয়ে ছয়জনকে আসামি করে আমতলী থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, ‘আদালতের রায়ে আমরা সবাই খুশি। আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি করছি।’ লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌর শহরে ভাবী সুলতানা বেগম ফেরদৌসী হত্যা মামলায় দেবর বেলাল হোসেনকে ফাঁসি ও রামগতিতে কৃষক লোকমান হোসেন হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লক্ষ্মীপুর আদালত।

সর্বশেষ খবর