বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সার্ক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন

--------তাহজীব আলম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (ঝিনাইদহ-২) বাংলাদেশসহ ভারত, ভুটান ও আফগানিস্তানকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। সংসদ অধিবেশনের গতকালের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে ফ্লোর নেন তাহজীব আলম। তিনি বলেন, ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি আক্রমণের মদদ দিয়ে সম্পূর্ণ উপমহাদেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করেছে। এসব বিষয় অকাট্য। কিন্তু এ কারণে বাংলাদেশসহ ভারত, ভুটান ও আফগানিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত মোটেই সমর্থনযোগ্য নয়; বরং ইসলামাবাদে গিয়ে সার্ক সম্মেলনকে উপযুক্ত প্লাটফরম হিসেবে ব্যবহার করে পাকিস্তানের জনগণের কাছে সরকারের কৃতকর্ম উপস্থাপন করলে অনেক বেশি কার্যকর ও ফলপ্রসূ হতো।

সর্বশেষ খবর