Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০৩
হাতিয়ায় সন্ত্রাসী হামলা পুলিশের সঙ্গে গুলি বিনিময়, নিহত ১
নোয়াখালী প্রতিনিধি

হাতিয়া উপজেলার চরঈশ্বর বাংলাবাজার ও খাসের হাট এলাকায় ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় কামাল নামে একজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার পর থেকে খাসের হাট বাজারে সন্ত্রাসী রবীন্দ্রবাহিনীর সদস্যরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গেলে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। রাত ১১টার দিকে রবীন্দ্রবাহিনীর কামাল নামে এক সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় আরও তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উল্লেখ্য, ওইদিন সকালে স্থানীয় যুবলীগ কর্মী প্রেমলাল দাস, জসীম উদ্দিন ও আনোয়ার হোসেন হাতিয়ার আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষ হাবিব উল্যার নেতৃত্বে আট-নয় জন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও তাদের কুপিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধরা নলচিরা-হাতিয়া সড়ক গাছ ফেলে অবরোধ করে রাখেন।

এই পাতার আরো খবর
up-arrow