শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ছয় প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এপিবিএন-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এপিবিএন-৫ এর অপারেশনস অফিসার এসি সাইদুর রহমান জানান, মোহাম্মদপুর আসাদগেটে ‘মেডিসিন প্লাস’ প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ব্যবস্থাপক মাইন উদ্দিনকে ২০ হাজার টাকা; ‘লেড ফার্মা’ একই অপরাধে ব্যবস্থাপক মোজাফফর হাসানকে ২০ হাজার টাকা; ‘ভাগ্যকুল সুইটস্ অ্যান্ড বেকারি’ অপরিচ্ছন্ন পরিবেশ ও  মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি করায় ব্যবস্থাপক জগদীশচন্দ্র ঘোষকে ৫ হাজার টাকা; মুসলিম সুইটমিটে নোংরা পরিবেশ ও মিষ্টিতে মশা-মাছি থাকায় মারুফ হাসানকে ১০ হাজার টাকা; ‘মুসলিম বেকারি’ খাবার প্যাকেটে লেভেল ব্যবহার না করায় আবদুল করিমকে ১০ হাজার টাকা এবং তেজগাঁও মনিপুরী পাড়ার ‘অয়স্টোর রেস্টুরেন্ট’ ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে খাদ্য বিক্রি করায় আতিকুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিদা আক্তার ও মো. আবদুল জব্বার মণ্ডল। এদিকে শাহবাগের মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নামিদামি ব্র্যান্ডের নকল ও ক্লোন মোবাইল সেট জব্দ করা হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) যৌথভাবে এ অভিযান চালায়। নকল মোবাইল ফোন বিক্রির দায়ে বিভিন্ন দোকান মালিককে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

সর্বশেষ খবর