শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রী ফিরছেন আজ

রাজধানীতে গণসংবর্ধনার আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শেষে আজ বিকালে দেশে ফিরছেন। গতকাল যুক্তরাষ্ট্রের সময় রাত ৮টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ভার্জিনিয়া ত্যাগ করেন তিনি। এদিকে এই সফরের সময়  ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গণঅভ্যর্থনা দেওয়া হবে। আওয়ামী লীগ, কেন্দ্রীয় ১৪ দল ও আওয়ামী লীগের সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, হোটেল র‌্যাডিসন, কাকলী মোড়, বনানী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, সামরিক জাদুঘর, জাতীয় সংসদ ভবন মোড় থেকে গণভবন পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে ‘গণঅভ্যর্থনা’ দেবেন আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনার কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর