শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে ৮ বিলিয়ন ডলার দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতের উন্নয়নে ৮ বিলিয়ন মার্কিন ডলার (৬৪ হাজার কোটি টাকা) ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী পাঁচ বছরের (২০১৬-২০২০) মধ্যে এ ঋণ দেবে সংস্থাটি। গতকাল এডিবি পরিচালনা বোর্ড এ ঋণ অনুমোদন করেছে বলে জানিয়েছে এডিবির ঢাকা কার্যালয়। এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অধীনে বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে এ ঋণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দারিদ্র্য বিমোচন, মধ্য আয়ের দেশ হিসেবে মর্যাদা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনেও এ ঋণ সহায়ক হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক সুষম প্রবৃদ্ধির জন্য পল্লী উন্নয়ন করতে হবে। এ ঋণ ব্যবহার করে অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ বৃদ্ধি, অর্থনৈতিক করিডোর উন্নয়ন, গ্রামীণ জীবিকার উন্নয়ন, জলবায়ু এবং উপকূলীয় অবকাঠামো উন্নয়ন করা হবে।

এডিবি আরও জানায়, অর্থনৈতিক করিডোরের উন্নয়ন করতে এ ঋণ সহায়ক হবে। আঞ্চলিক ও বৈশ্বিক মানের সড়কের উন্নয়ন করা হবে। ঢাকা থেকে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। দেশের দক্ষিণ-পশ্চিমে অর্থনৈতিক করিডোরের উন্নয়নের পাশাপাশি দেশের দক্ষিণ-পূর্ব অংশ এবং কক্সবাজার পর্যন্ত সড়কের উন্নয়নে নানা প্রকল্প নেওয়া হবে ঋণের আওতায়।

সর্বশেষ খবর