Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:২৩
কম খরচে সিঙ্গাপুরে শ্রমিক নেবে ভারসাগি
নিজস্ব প্রতিবেদক

কম খরচে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ভারসাগি ম্যানেজমেন্ট। বর্তমানে বাংলাদেশের একজন শ্রমিককে ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে যেতে হচ্ছে। ওই শ্রমিক বিপুল পরিমাণ ব্যয় উঠাতে প্রায় ৩ বছর কাজ করতে হয়। সিঙ্গাপুরের এই প্রতিষ্ঠানটি সেখানকার চাকরিদাতা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অথরাইজড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কম খরচে কর্মী নিয়োগ করবে। ফলে অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।  ভারত, ইন্দোনেশিয়া, নেপালসহ অন্যান্য শ্রমিক রপ্তানিকারক দেশগুলোর কর্মী নিয়োগের ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি চালু থাকায় সেখানে অভিবাসন ব্যয় কম। গতকাল রাজধানীর পল্টনে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সফরে আসা ভারসাগি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ভিক্টর লি।

এই পাতার আরো খবর
up-arrow