শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংবর্ধনায় এসে ট্রেনে কাটা পড়ল ছাত্রলীগ নেতা

রাস্তা পারাপারের সময় নিহত বিজিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে এসে ট্রেনের ধাক্কায় আহত ইসমাইল হোসেন রিয়াদ (২৭) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলক্ষেত এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইসমাইল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ছাত্রলীগ নেতা। ঢামেক সূত্র জানায়, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে ইসমাইলকে নিয়ে আসা হয়। এ সময় তাকে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে গতকাল সকালে রাজধানীর শ্যামলী শিশুমেলার সামনে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় আবু তাহের নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যের মৃত্যু হয়েছে। তিনি বিজিবির সদর দফতরে কর্মরত ছিলেন। এ ছাড়াও খিলগাঁওয়ের গোড়ানের ময়লাস্তূপের পাশ থেকে জয়নাল নামে এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে পালাতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর