শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ দিল্লি বৈঠক শুরু

কলকাতা প্রতিনিধি

অবৈধ অনুপ্রবেশ, উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়া, জাল রুপি, মাদক ও গরু পাচার, জঙ্গি তত্পরতাসহ সীমান্ত নাশকতা সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড অব বাংলাদেশ’ (বিজিবি)-এর ডিজি পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে ভারতে। দিল্লিতে ছয় দিনব্যাপী এই বৈঠক চলবে ৫ অক্টোবর পর্যন্ত শুরু গতকাল থেকে। ৪৩তম বৈঠকে ২৫ সদস্য বিশিষ্ট বিএসএফের তরফে প্রতিনিধিত্ব করবেন বাহিনীর প্রধান কে কে শর্মা এবং বিজিবির ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাহিনীর ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে যোগ দিতে গতকাল বিকালেই দিল্লিতে পৌঁছেছে বিজিবির প্রতিনিধি দলটি। চলতি বছরের মে মাসে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ৪২তম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। এই বৈঠকে ভারতের বিএসএফের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা সম্পর্কিত এজেন্সি এবং জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র কর্মকর্তারা উপস্থিত থাকবেন।দুই বাহিনীর মধ্যে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে আগামী ৩ অক্টোবর দিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে বিএসএফ-বিজিবির মধ্যে একটি ভলিবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর