শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দুর্গাপূজায় প্রহরীর দায়িত্বে থাকবে জাপা : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের জন্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলীর প্রতিটি মন্দিরে জাতীয় পার্টির নেতা-কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে। গতকাল শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর কদমতলীর বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভা শেষে শ্যামপুর কদমতলীর সব মন্দিরের দুর্গাপূজা ও মন্দির উন্নয়নের জন্য মন্দিরপ্রতি ২৫ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেন তিনি।

সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন দের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফরিদ উদ্দীন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি,  কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ মিয়া, জাতীয় পার্টির নেতা শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, সুলতানা আহমেদ লিপি, পূজা উদযাপন কমিটির নেতা গোপাল দাশ, ডি কে সমির, নির্মল খাসখেল, ইন্দ্রজিৎ দাশ, বিলাশ দাশসহ স্থানীয় মঠ মন্দিরের নেতারা।

সর্বশেষ খবর