শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কারখানা বন্ধ হলে বেকার হবে ৩ হাজার শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় রহিম স্টিল মিলকে রক্ষার দাবিতে রাস্তায় নেমেছেন কারখানার ৩ হাজার শ্রমিক। কারখানাটি কুচক্রী মহলের হাত থেকে বাঁচানোর দাবিতে এরই মধ্যে কর্মরত শ্রমিকরা মানববন্ধন, সভা-সমাবেশ করেছেন। শ্রমিকরা বলছেন, কারখানাটি বন্ধ হলে প্রায় ৩ হাজার শ্রমিকের পরিবার না খেয়ে মানবেতর জীবন-যাপন করবে। ফলে কারখানাটি যাতে বন্ধ না হয় সেজন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জানা গেছে, ১৯৮৫ সালে রহিম স্টিল মিল প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এতে হাজার হাজার শ্রমিক কাজ করে আসছে। প্রতিষ্ঠানটিও সুনামের সঙ্গে তাদের ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল কারখানাটি বন্ধের পাঁয়তারা করছে। এই কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর এলাকায় মানববন্ধন করেন শ্রমিক ও কর্মচারীরা।

 ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে কয়েক হাজার শ্রমিক প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা রহিম স্টিল মিলের বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ, অবিলম্বে চক্রান্তকারীদের শাস্তিসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন ওই কর্মসূচিতে। শ্রমিক নেতারা বলছেন, কোনো কারণে কারখানাটি বন্ধ হয়ে গেলে ৩ হাজার শ্রমিকের পরিবারের কয়েক হাজার মানুষকে মানবেতর জীবন-যাপন করতে হবে।

সর্বশেষ খবর